সভাপতির বাণী
সভাপতি মহোদয়ের বাণী বিস্তারিত
সৈয়দ নুর আহমেদ বাবর
সভাপতি
Message of the President
Message of the President
আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি অত্র বিদ্যালয়ের প্র্রতিষ্ঠাতা মরহুম মৌলভী জালাল আহাম্মদ এবং যাঁদের শ্রম ও আর্থিক সহযোগীতায় এ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে তাঁদেরকে।পারিবারিক, সামাজিক এবং জাতীয় উন্নয়ন ও অগ্রগতির প্রথম সোপান হল শিক্ষা । শিক্ষার মাধ্যমেই তৈরী হয় সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক । শিক্ষা ছাড়া মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয় । মূল্যবোধ জাগ্রত করাই শিক্ষার মুল উদ্দেশ্য । মানুষের মধ্যে মুল্যবোধ জেগে উঠে প্রথমতঃ তার পরিবার থেকে অর্জিত শিক্ষা দ্বিতীয়তঃ ভালো ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য দিয়ে । বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলা করে দেশকে আধুনিক ও স্মার্ট বাংলাদেশ রুপে গড়ার ক্ষেএে যুগোপযোগী ও প্রযুক্তি নির্ভর মানসম্মত শিক্ষার কোন বিকল্প নেই । তাই সঠিক সাধনা আর নিয়মানুবর্তিতার মধ্য দিয়ে সকল শিক্ষার্থীর মননশীল জগতকে উম্মেচিত করতে অত্র বিদ্যালয় বদ্ধ পরিকর । আর এ ক্ষেত্রে যিনি আমাকে সুচিন্তিত দিক-নির্দেশনা ও মুল্যবান পরামর্শ দিয়ে উৎসাহিত করেন তিনি হলেন লাকসাম-মনোহরগঞ্জ কুমিল্লা-৯ এর মাননীয় এম.পি জনাব মোঃ তাজুল ইসলাম ও মাননীয় মন্ত্রী মহোদয় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় । সম্মিলিত এ প্রয়াসের ফলে আমাদের শিক্ষার্থীরা আগামীতে দুর্বার প্রানশক্তির প্রতীক হয়ে উঠবে বলে আমার দৃঢ় বিশ্বাস । পরিশেষে,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ,প্রধান শিক্ষক,সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ সহ বিদ্যালয়ের সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ । সৈয়দ নুর আহমেদ বাবর সভাপতি খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদ মনোহরগঞ্জ,কুমিল্লা।