অধ্যক্ষের বাণী
অধ্যক্ষ মহোদয়ের বাণী বিস্তারিত
মুনির আহমদ
Message of the Principal
মুনির আহমদ,বিএসসি,বিএড,এমএড,প্রধান শিক্ষক। তিনি গত ০৪/০৮/২০২০ইং তারিখে অত্র বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। তিনি কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলাস্থ ৯নং আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ী গ্রামের সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৮ইং সনে জন্ম গ্রহন করেন। নিজ গ্রামে প্রাথমিক শিক্ষা শেষে ১৯৮৫ইং সনে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি,নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ,লাকসাম থেকে ১৯৮৭ইং সনে এইচ.এস.সি এবং ১৯৮৯ইং সনে বি.এসসি,পাস করেন। অত:পর ফেণী সরকারী টি.টি.কলেজ থেকে ১৯৯৬ইং সনে বি.এড এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে ২০১১ইং সনে এমএড ডিগ্রী অর্জন করেন। তিনি গত ০১/০১/১৯৯০ইং সনে সাত বাড়ীয়া উচ্চ বিদ্যালয়,নাঙ্গলকোট,কুমিল্লায় বি.এসসি (গণিত) শিক্ষক হিসাবে ১ম চাকুরী জীবন শুরু করেন। ২০০৩ইং সনের ৩০ ডিসেম্বর পর্যন্ত হাতীমারা উচ্চ বিদ্যালয়,মনোহরগঞ্জ,কুমিল্লায় সিনিয়র শিক্ষক হিসাবে কর্মরত ছিলেন। ০১/১২/২০০৩ইং তারিখ থেকে ০৩/০৮/২০২০ইং তারিখ পর্যন্ত সুদীর্ঘ ১৭ বছর লাকসাম পৌর সভার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি বিভিন্ন সময়ে চাটিতলা উচ্চ বিদ্যালয়,নাঙ্গলকোট,কুমিল্লা,নাথেরপেটুয়া ফাজিল মাদ্রাসা,ভাকড্ডা উচ্চ বিদ্যালয়,লাকসাম,কুমিল্লায় গণিত শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। দেশ-বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্বনাম ধন্য এই প্রধান শিক্ষকের ছাত্র/ছাত্রীরা কর্মরত আছেন। উনার বহু ছাত্র-ছাত্রীরা ডাক্তার ইঞ্জিনার সহ শিক্ষা ক্যাডার হওয়ার যোগ্যতা অর্জন করেন। বাণী প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ তায়ালার প্রতি যিনি আমাকে অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের সুযোগ করে দিয়ে অদ্যাবধী সুস্থ্য,সবল ও কর্মময় জীবন দান করেছেন। আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি,বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম আলহাজ মৌলভী জালাল আহমদ এম.পি মহোদয়কে।যিনি বিদ্যালয় এলাকার স্বনাম ধন্য ব্যক্তিত্ব,প্রবীন রাজনীতিবিদ,শিক্ষানুরাগী,সু-শিক্ষা বিস্তার ও প্রসারকল্পে দক্ষিন কুমিল্লার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ১৯৬৫ইং সনে খিলা আজিজ উল্লা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা লগ্ন থেকে প্রতিষ্ঠানটি সন্তোষজনক ফলাফল অর্জন করে আসছে। এলাকার অধিকাংশ গরীব ও নিরীহ মানুষের সন্তানগণ অত্র বিদ্যালয়ে লেখাপড়া করে যাচ্ছে। বিদ্যালয় এলাকা তথা অত্র এলাকার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করে দেশের বিশাল জনগণকে স্বাবলম্বী আত্ন নির্ভরশীল জনসম্পদে রুপান্তর করাই এই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ও উদ্দেশ্য । বর্তমান শিক্ষা নীতির লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে অত্র প্রতিষ্ঠান নিরলসভাবে কাজ করে যাচ্ছে । প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়নে,আধুনিক ও যুগোপযোগী পদক্ষেপ গ্রহণে শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক,পরিচালনা পর্ষদ সহ সর্বোপরী সর্বস্তরের জনগণের সর্বাত্বক সহযোগীতা কামনা করছি। প্রতিষ্ঠানের সন্তোষজনক ফলাফল উত্তোরণে,সময়পোযোগী শিক্ষার বিস্তার ও প্রসারণে,সার্বিক শৃংখলা নিয়ন্ত্রণে শিক্ষকগণের অক্লান্ত পরিশ্রম ও অবিরাম আন্তরিক প্রচেস্টা অব্যাহত আছে এবং ভবিষ্যতেও অটুট থাকবে। যুগ যুগ ধরে প্রতিষ্ঠানটি এলাকার সুশিক্ষা বিস্তারে সুদুর প্রসারী ভুমিকা রাখবে বলে আশা করি। ধন্যবাদ ও শুভেচ্ছান্তে, মুনির আহমদ প্রধান শিক্ষক